Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেনে নিন: ইউপি হতে কিভাবে সনদ পাবেন?
বিস্তারিত

   ১। চেয়ারম্যান সনদ কিভাবে পাবেন?   

# ইউনিয়ন পরিষদে রক্ষিত আবেদন ফরম পূরন করে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/মহিলা ওয়ার্ড সদস্য দ্বারা সনাক্তকারীরসীলযুক্ত স্বাক্ষর থাকতে হবে।

# আবেদন ফরমের সাথে জন্মসনদ প্রদর্শন করতে হবে।

# উক্ত আবেদন ফরমটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ৩০/- টাকা ফি সহ জমা দিতে হবে।

#আবেদন ফরমটি জমা দেওয়ার ৪৮ঘন্টার পর চেয়ারম্যান সনদডেলিভারী পাবেন।

 

 

   ২। অনলাইনে জন্ম নিবন্ধন সনদ কিভাবে পাবেন?   

# ইউনিয়ন পরিষদে রক্ষিত অথবা ফটোকপির দোকানহতে আবেদন ফরম পূরন করে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/মহিলা ওয়ার্ড সদস্য দ্বারা সনাক্তকারীরসীলযুক্ত স্বাক্ষর থাকতে হবে।

# আবেদন ফরম এর সাথে একটি অঙ্গিকার নামা ও আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।

# উক্ত আবেদন ফরমটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ৭০/- টাকা ফি সহ জমা দিতে হবে।

# আবেদন ফরমটি জমা দেওয়ার ৪৮ ঘন্টার পর অনলাইনকৃত জন্মসনদ ডেলিভারী পাবেন।

# বৈদ্যুতিক/নেটওয়ার্ক/সার্ভার সমস্যা কারণে সঠিক সময়ে জন্মনিবন্ধন সনদ ডেলিভারী প্রদান না করলে অত্র ইউনিয়ন পরিষদকে কোন রকম দায়ী করা যাবে না।

 

 

   ৩।ওয়ারিশ সনদপত্র কিভাবে পাবেন?     

# ইউনিয়ন পরিষদে রক্ষিত আবেদন ফরম পূরন করে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য/মহিলা ওয়ার্ড সদস্য এবং পার্শ্ববর্তী ওয়ার্ড সদস্য দ্বারা সনাক্তকারীর নামের সীলযুক্ত স্বাক্ষর থাকতে হবে।

# উক্ত পূরণকৃত আবেদন ফরমটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ২৩০/- টাকা ফি সহ জমা দিতে হবে।

# আবেদন ফরমটি জমা দেওয়ার ৪৮ ঘন্টার পর ওয়ারিশ সনদডেলিভারী পাবেন।

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/11/2012